আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের প্রাক্তন মারকুটে ওপেনার মুগ্ধ বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ইনিংস দেখে।
বৈভবকে নিয়ে শ্রীকান্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''১৪ বছর বয়সে বেশির ভাগ বাচ্চা স্বপ্ন দেখে আর আইসক্রিম খায়। বৈভব সূর্যবংশী আইপিএল খেতাব জয়ের দাবিদার এক দলের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরি করল। বয়সের তুলনায় ওর সংযম, মান ও সাহস অনেক বেশি। নতুন এক মহাতারকার উত্থান দেখলাম আমরা। ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার চলে এসেছে।''
শ্রীকান্ত তাঁকে পরবর্তী সুপারস্টার বললেও অনেকেই এখনই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত নন। রবি শাস্ত্রীর মতো জাতীয় দলের প্রাক্তন কোচ ধীরে চলো নীতি নিচ্ছেন।
মহম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা, রশিদ খান, ওয়াশিংটন সুন্দরের মতো বাঘা বাঘা সব বোলারকে রীতিমতো শাসন করে গিয়েছেন সূর্যবংশী।
আইপিএল-এর আবির্ভাব হয়েছিল ২০০৮ সালে। তারও তিন বছর পরে বিস্ময় বালকের জন্ম। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক মাত্র কয়েক দিন আগে। গুজরাটের বিরুদ্ধে আইপিএলে তিন নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন! সেই ম্যাচেই ধুন্ধুমার ১০১ রানের ইনিংস বৈভবের।
ভবিষ্যতের সুপারস্টার বলে কি খুব ভুল বললেন শ্রীকান্ত?
